দেশের গানে মডেল হলেন সামিরা ইসলাম
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও জাতীয় শহীদ দিবস উপলক্ষে কণ্ঠশিল্পী আলম আরা মিনু ও শেখ কামাল হোসেনের কন্ঠে মুক্তি পেয়েছে দেশের গানের ভিডিও চিত্র 'অমর একুশে'। আর এতে মডেল হয়েছেন নবাগত মডেল, অভিনেত্রী সামিরা ইসলাম। মিউজিক ভিডিওটি যৌথভাবে পরিচালনা করেছেন আসাদুজ্জামান আজাদ ও আহমেদ সাব্বির রোমিও । শেখ ভিশন ও আজাদ মিউজিক স্টেশন এর নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি ২০ ফেব্রুয়ারি মুক্তি পায়। গানের কথা ও সুর করেছেন শেখ কামাল হোসেন। সঙ্গীত পরিচালনায় ছিলেন শাহিন কামাল। এই ভিডিও চিত্রে সামিরা ইসলাম ছাড়াও অভিনয় করেছেন, শিশু শিল্পী আয়ান আহমেদ এবং পরিচালক রোমিও নিজে। মেকআপে ছিলেন মনসুর আহমেদ। সামিয়া বলেন, এই প্রথম কোন দেশের গানে মডেল হিসেবে অংশ নিলাম। আশাকরি গানটি দর্শকদের ভাল লাগবে।...