
দেশের সরকারি ন্যাশনাল পেমেন্ট এগ্রিগ্রেটর হিসেবে আসছে ‘একপে’
বাংলাদেশে আর্থিক সেবাখাতে তথ্যপ্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে এবং দেশের তৃণমূল পর্যায়ের জনগণকে আর্থিক সেবাভুক্তি’র আওতায় নিয়ে আসার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ (আইসিটি বিভাগ), বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে ‘একপে’ প্ল্যাটফর্ম পরিচালনা করছে। একপে-এর মাধ্যমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ নির্ভরযোগ্য এবং অন্তর্ভুক্তিমূলক পেমেন্ট ইকোসিস্টেম গড়ে তোলার চেষ্টা করছে, যা নাগরিকদের পছন্দ অনুযায়ী যেকোন পেমেন্ট চ্যানেলের মাধ্যমে সকল ধরনের ইউটিলিটি বিল, শিক্ষা ফি ও সরকারি প্রতিষ্ঠানের ফি পরিশোধের সুবিধা নিশ্চিত করবে। এ লক্ষ্যে বৃহস্পতিবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এটুআই সম্মেলন কক্ষে ‘এসপায়ার টু ইনোভেট-এটুআই’ এর উদ্যোগে বিভিন্ন পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও একপে’র অংশীজনদের অংশগ্রহণে দিনব্যাপী ‘আর্থিক সেবায় পেমেন্ট ইকোসিস্টেম: চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক এক কর্মশালার আয়োজন করা হয়।
...