মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭Dedicate To Right News
Shadow

Tag: ধ্রুব মিউজিক স্টেশনের ‘গোলাপী’

ধ্রুব মিউজিক স্টেশনের ‘গোলাপী’

ধ্রুব মিউজিক স্টেশনের ‘গোলাপী’

বিনোদন, শিরোনাম
ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে প্রকাশিত হয়েছে নতুন গান ‘গোলাপী’। ইশতি ফিচারিং জুভ এক্স বেলযি ও দ্য টি এক্স পরিবেশিত এই গানটি প্রকাশ পায় সম্প্রতি। ফোকের সাথে হিপহপ ও ফিউশন ঘরানার এই গানটির সঙ্গীতায়োজন করেছেন আরডোনিক্স। গানটির একটি ডেমো ভার্শন ইতিপূর্বে টিকটকে ব্যাপক সাড়া ফেলেছিলো। প্রকাশের পরও টিকটকে গানটি তুমুল সাড়া ফেলে। গানের সাথে মিল রেখে চমৎকার ড্যান্স কোরিওগ্রাফি করে গানটির ভিডিও নির্মাণ করেছেন সোহেল রাজ। ইশতি, জুভ এক্স বেলযি ও দ্য টি এক্স এর সাথে গানটিতে গোলাপীর নাম ভুমিকায় অভিনয় করেছেন সেমন্তী সৌমী সাথে আছে দ্য রেবো, বি বয় সুইট, রেইন ও সিন্তাহীনা অপ্সরা। গানটি প্রসঙ্গে টিম লিডার ইশতি বলেন, আমরা এই প্রজন্মেও শ্রোতাদের কথা মাথায় রেখে দীর্ঘ পরিশ্রম করে গানটি করার চেষ্টা করেছি। আমরা চাই আন্তর্জাতিক পর্যায়ে বাংলা গানকে তুলে ধরতে। আর এই জন্যই আমরা আমাদের শেকড়ের গান, ফোক গানকে বে...