নজরুল প্রয়ান দিবসে ‘অন্তরে তুমি আছো চিরদিন’
আগামী ২৭ আগস্ট জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়ান দিবস। এই উপলক্ষে একুশে টেলিভিশন আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠানমালা। ওই দিন একুশে টেলিভিশনে সকাল সাতটায় প্রচার হবে বিশেষ অনুষ্ঠান অন্তরে তুমি আছো চিরদিন। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইসরাফিল শাহীন।
অনুষ্ঠানটি জাতীয় কবির গান ও কবিতা দিয়ে সাজানো হয়েছে। কবিতা আবৃত্তি করেছেন কবি ও আবৃত্তিকার শিমুল মুস্তাফা এবং গান পরিবেশন করেছেন কন্ঠশিল্পী মুহিত খান ও মৃদুলা সমাদ্দর।...