নজরুল বিশ্ববিদ্যালয়ে স্মার্ট বাংলাদেশ উন্নয়নে চতুর্থ শিল্প বিপ্লবের ভূমিকা শীর্ষক কর্মশালা
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে স্মার্ট বাংলাদেশ উন্নয়নে চতুর্থ শিল্প বিপ্লবের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে কর্মশালাটি আয়োজন করে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন। অনলাইনে যুক্ত হয়ে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সচিব ড. ফেরদৌস জামান। স্বাগত বক্তব্য দেন নজরুল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর। সঞ্চালনা করেন কর্মশালার সমন্বয়ক ও ইনোভেমন টিমের আহ্বায়ক প্রফেসর ড. মোসাম্মৎ. জান্নাতুল ফেরদৌস।
প্রধান অতিথির বক্তব্যে ড. মো. সাজ্জাদ হোসেন সময়োপযোগী কর্মশালা আয়োজনের জন্য নজরুল বিশ্ববিদ্যালয়কে সাধুবাদ ও ধন্যবাদ জানান। তিনি বলেন,...