
নজরুল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মিজান
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) পদে যোগদান করেছেন অত্র বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর (গ্রেড-২) ড. মো. মিজানুর রহমান। বৃহস্পতিবার (৫ আগস্ট) অপরাহ্নে তিনি এই পদে যোগদান করেন।
এখানে উল্লেখ্য যে, একইদিন এক অফিস আদেশে রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীরকে শারীরিক শিক্ষা দপ্তরে পরিচালক পদে বদলি করে প্রফেসর ড. মো. মিজানুর রহমানকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার পদে নিয়োগ দেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক দায়িত্বপ্রাপ্ত সিনিয়র প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা। ড. মিজান অতিরিক্ত দায়িত্ব হিসেবে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) পদে দায়িত্ব পালন করবেন।
প্রফেসর ড. মো. মিজানুর রহমান এপ্রিল, ২০০৮ সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে যোগদান করেন। তিনি অত্র বিশ্ববিদ্যালয়ে প্রভাষক, স...