নজরুল বিশ্ববিদ্যালয়ে পরিকল্পিত বৃক্ষরোপণ শুরু
‘গাছ লাগাই, রক্ষা করি'-প্রতিপাদ্যকে সামনে নিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে পরিকল্পিত বৃক্ষরোপণ কর্মসূচি। ২৭ জুলাই বিকেলে ২০টি বুদ্ধ নারিকেল গাছের চারা রোপণের মধ্যদিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সূচনা করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর। প্রশাসনের এই উদ্যোগের মধ্য দিয়ে সবুজ ক্যাম্পাস প্রতিষ্ঠায় বিশ্ববিদ্যালয় পরিবারের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে।
এ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শুধু একজন সফল রাষ্ট্রনায়কই নন তিনি ছিলেন শিক্ষক, একজন দার্শনিক। বঙ্গবন্ধু বলেছিলেন, ‘প্রত্যেকে একটি করে গাছ লাগিয়ে তা রক্ষা করুন।’ বঙ্গবন্ধু বৃক্ষরক্ষার প্রতি গুরুত্ব দিয়েছিলেন। আমরা তাঁর দেখানো পথ অনুসরণ করছি। আমরা তাঁর আহ্বান থেকে একটি স্লোগান গ্রহণ করেছি এবং সেটি হলো: ‘গাছ লাগাই, রক...