নজরুল বিশ্ববিদ্যালয়ে শশী ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৫২ শিক্ষার্থী
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ৫২ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। প্রতিজনকে ৪ হাজার ৬শ ১৫ টাকা করে মোট ২ লাখ ৩৯ হাজার ৯শ ৮০ টাকার বৃত্তি প্রদান করা হয়।
এ উপলক্ষ্যে ১২ মে রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে চেক তুলে দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. আতাউর রহমান। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ও শশী ফাউন্ডেশনের বাস্তবায়নে বিএনএফ শিক্ষাবৃত্তি অনুষ্ঠান আয়োজন করা হয়।
চেক বিতরণ করে ট্রেজারার ড. আতাউর রহমান বলেন, শশী ফাউন্ডেশন শিক্ষার মতো মহৎ কাজে নিজেদের সম্পৃক্ত করে নিরলস কাজ করে যাচ্ছে। তারা নিয়মিত শিক্ষার্থীদের বৃত্তিসহ শিক্ষা সহায়তা দান করছে। যা সত্যিই একটি মহৎ উদ্যোগ। এ ধরনের কাজে জন্য আমি শশী ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই।
তিনি আরও বলেন, আজকে যারা বৃত্...