শনিবার, সেপ্টেম্বর ১৪Dedicate To Right News
Shadow

Tag: নতুন বছরে চমকের “উষ্ণতা”!

নতুন বছরে চমকের “উষ্ণতা”!

নতুন বছরে চমকের “উষ্ণতা”!

বিনোদন, শিরোনাম
আহমেদ সাব্বির রোমিও চমকতারা মানেই নতুন চমক! এমনটাই আশা করেন দর্শকরা। না দর্শকদের নিরাশ করেন নি হালের এই আইটেম কন্যা। ২০২২ কে সামনে রেখে তার নিজস্ব ইউটিউব চ্যানেল "চমকতারা"-তে গত ৩০ ডিসেম্বর রিলিজ দিয়েছেন "উষ্ণতা" শিরোনামে নতুন এই মিউজিক ভিডিওটি। গানটি লিখেছেন এবং সুর সঙ্গীত করেছেন কাজী জামাল। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন প্রিন্স খান। "উষ্ণতা" গানটি গেয়েছেন সুমনা তপতী। কক্সবাজারের মনোরম লোকেশনে গানটির দৃশ্য ধারন করা হয়েছে। যথারীতি এই গানে চমকতারার বিপরীতে রয়েছেন চিত্র নায়ক শাহেন শাহ্। চমকতারা বলেন, লোকেশন, গানের দৃশ্য ধারন, সবকিছু মিলিয়ে উষ্ণতা গানটি শ্রোতা দর্শকের ভালো লাগবে আশা করছি।...