রবিবার, অক্টোবর ৬Dedicate To Right News
Shadow

Tag: “নাও” সিনেমায় ভিন্নরূপে চমকতারা

ভিন্নরূপে চমকতারা

ভিন্নরূপে চমকতারা

বিনোদন, শিরোনাম
এবার 'নাও' সিনেমায় আটপৌরে শাড়িতে ভিন্ন রুপে দেখা যাবে চমকতারাকে। সিনেমাটি পরিচালনা করছেন রুবেল মাহমুদ এবং সিনেমাটির কাহিনী লিখেছেন ময়না আজমেরি। সম্প্রতি সিনেমাটির একটি লটে ছয় দিন স্যুটিং শেষ করেছেন চমকতারা। সিনেমাটির অন্যান্য চরিত্রে আরও অভিনয় করছেন এম এ জে দিগন্ত, মাসুম আজিজ, রেহানা জলি সহ আরও অনেকেই। এদিকে মাসুম আজিজ এবং রেহানা জলির মতো গুণী অভিনেতা-অভিনেত্রীর সংস্পর্শে এসে তাদের সান্নিধ্য, স্নেহ আর ভালোবাসা পেয়ে বেশ অভিভূত ও বিমোহিত চমকতারা। মাসুম আজিজ এবং রেহানা জলির সাথে এটাই প্রথম কাজ নয় চমকতারার। এর আগে অনেক নাটকে একসাথে কাজ করেছেন তারা। সিনেমাতেও কাজ করা হয়েছে যে কারনে তাদের মাঝে পূর্ব থেকেই বোঝাপড়াতে বেশ ভালো। সব মিলিয়ে "নাও" সিনেমায় কাজ করে অনেক স্বাচ্ছন্দ্যবোধ করেছেন তিনি।...