নিথর মাহবুবের নতুন গান ‘মুদ্রাস্ফীতি’
নান্দনিক শিল্প মূকাভিনয়ের নৈপুণ্যে শিল্প-সাংস্কৃতির অঙ্গনে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করে নিয়েছেন নিথর মাহবুব। মূকাকু হিসেবে রয়েছে তার বিশেষ পরিচিতি। প্রতি বছর নিজের জন্মদিনে মূকাভিনয়ের শো করলেও গত বছর জন্মদিনে নিজের কথা, সুর ও কণ্ঠে ‘আগন্তুক’ শিরোনামে জীবন মুখী একটি গানের মিউজিক ভিডিও প্রকাশের চমক দেখান তিনি এবং গানটির জন্য অনেক প্রশংসিতও হন।
সেই উৎসাহে এবার ঈদুল আযহায় নিজের কথা, সুর ও কণ্ঠে আবারও নতুন গান নিয়ে হাজির হয়েছেন নিথর মাহবুব। এবারের গানটিও জীবনমুখী। ‘মুদ্রাস্ফীতি’ শিরোনামের এই গানটি স্টুডিও ভার্সন মিউজিক ভিডিও আকারে প্রকাশ পেয়েছে ‘মউজিক ডোর’ ইউটিউব চ্যানেলে। সঙ্গীত আয়োজন করেছেন কণ্ঠশিল্পী শাইলু শাহ্, মিউজিক করেছেন টফি রেনান। ভিডিও চিত্র ধারণ করেছেন ফয়সাল মাহমুদ।
করোনা পরিস্থিতি এবং পরবর্তীতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে সারা বিশ্বে চলছে অস্থির অবস্থা। পৃথিবীর অনেক দেশ...