দেশজ ক্রাফটসের প্রথম এক্সিবিশন
'আমার দেশ, আমার ঐতিহ্য'- শিরোনামে দেশজ ক্রাফটস আয়োজন করতে যাচ্ছে তাদের প্রথম এক্সিবিশন। বিজয়ের ৫০ বছর এবং দেশজ ক্রাফটস এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে এই আয়োজন। আগামী ১৯ ও ২০ ডিসেম্বর ধানমন্ডি ৪ নাম্বারে ২১/এ বাড়িতে সফিউদ্দিন শিল্পালয়ে এ এক্সিবিশনটি হবে। এক্সিবিশন সকলের জন্য উম্মুক্ত।
এ প্রসঙ্গে দেশজ ক্রাফটসের প্রতিষ্ঠাতা নিশাত মাশফিকা বলেন, এর আগে দেশজ ক্রাফটস দুইবার অফলাইন মেলার আয়োজন করলেও সিগনেচার আইটেম নিয়ে এক্সিবিশন এই প্রথমবার আয়োজন করতে যাচ্ছে। এতে মাত্র ১০ জন উদ্যোক্তা তাদের সিগনেচার আইটেম নিয়ে আসবেন।
তিনি আরো বলেন, দেশজ ক্রাফটস সবসময় চেষ্টা করে আসছে প্রডাক্ট কোয়ালিটির দিকে এবং ব্র্যান্ডিং এর দিকে। বলতে পারেন এই এক্সিবিশন তারই প্রথম ধাপ। আমি সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ভিন্নধর্মী এই আয়োজন দেখার জন্য।...