আবার সিনেমায় পার্থ বড়ুয়া
পার্থ বড়ুয়া গানের মানুষ। গান গাওয়ার পাশাপাশা পার্থ নিজেকে একজন অভিনেতা হিসেবেও প্রতিষ্ঠিত করেছেন। সম্প্রতি তিনি নতুন এক সিনেমায় অভিনয়ের জন্য চুক্তি করেছেন। চলতি মাসেই সিনেমার চিত্রায়নে অংশ নেবেন পাথ। ‘নীল জোছনা’ নামের এই সিনেমাটি নির্মাণ করছেন ফাখরুল আরেফীন খান। এর আগে তিনি ‘ভূবন মাঝি’, ‘গণ্ডি’, ‘জেকে ১৯৭১’ নির্মাণ করেছেন। সরকারী অনুদানের ‘নীল জোছনা’ সিনেমাটি নির্মিত হয়েছে মোশতাক আহমেদের প্যারাসাইকোলজি বিষয়ক উপন্যাস ‘নীল জোছনার জীবন’ অবলম্বনে। জানা গেছে, এই সিনেমায় পার্থকে ডা. তরফদার চরিত্রে দেখা যাবে। নতুন সিনেমায় অভিনয় প্রসঙ্গে পার্থ বড়ুয়া বলেন, ‘নির্মাতা ফাখরুল আরেফীন খানের সঙ্গে আমার বন্ধুত্ব র্দীর্ঘদিনের। গল্প আর চরিত্র পছন্দ হয়েছে বলেই এবারই প্রথমবারের মতো আরেফীনের সিনেমায় অভিনয় করছি। আশা করছি ভালো একটি কাজ হবে।’
নীল জোছনা পার্থ অভিনীত তৃতীয় সিনেমা। তিনি সর্বপ্রথম সিনেমায় অভিনয় কর...