নুসরাতের নাচে একদিনেই এক কোটি ভিউ!
প্রকাশের এক দিনেই এক কোটি শ্রোতার হৃদয় স্পর্শ করল লুইপার কণ্ঠে টলিউড নায়িকা নুসরাত জাহানের ‘নাচ ময়ূরী নাচ’। প্রযোজনা প্রতিষ্ঠান টিএম রেকর্ডস জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্বতঃস্ফূর্তভাবেই কোটি শ্রোতা গানটি গ্রহণ করে নিয়েছে।
কৌশিক হোসেন তাপসের কথা-সুর ও সংগীতায়োজনে দুই বাংলায় ঝড় তোলা গানটি প্রকাশিত হল ১৬ জানুয়ারি।
সংগীতশিল্পী লুইপার জাদুকরী কন্ঠে গানের সঙ্গে পারফর্ম করেছেন টলিউডের জনপ্রিয় নায়িকা ও সাংসদ নুসরাত জাহান। সম্প্রতি গানের টিজারেই নেট দুনিয়ায় তোলাপাড় তোলা গানটি প্রকাশের সাথে সাথেই ভাইরাল হয়ে যায় সর্বত্র।
সংগীতশিল্পী লুইপা বলেন, “একদিনেই এত রেকর্ডসংখ্যক শ্রোতা গানটি এভাবে গ্রহণ করবে ভাবতেই আনন্দ লাগছে। এর সমস্ত কৃতিত্ব পাওয়ার কাপল কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নীর। তাঁদের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ যে এমন একটি গান তারা আমাকে উপহার দিয়েছেন। নুসরাত জাহানের নাচে গান...