পর্তুগালে ইউনূস সোশ্যাল ইনোভেশন সেন্টারের যাত্রা শুরু
ক্যাটোলিকা-লিসবন স্কুল অব বিজনেস এন্ড ইকোনমিক্স সম্প্রতি স্যান্টান্ডের ফাউন্ডেশন পর্তুগাল ও গ্যাল্প এর সাথে একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে। তিন বছরের জন্য স্বাক্ষরিত এই সহযোগিতা চুক্তির অধীনে ক্যাটোলিকা-লিসবন ইউনূস সোশ্যাল ইনোভেশন সেন্টারকে সামাজিক উদ্ভাবন ও সামাজিক ব্যবসা সংক্রান্ত তথ্য প্রচার এবং এই সংক্রান্ত শিক্ষামূলক কর্মসূচি গড়ে তুলতে সহযোগিতা প্রদান করা হবে যার প্রধান লক্ষ্য হবে সামাজিক উদ্ভাবন ও সামাজিক ব্যবসার ধারণার ভিত্তিতে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক মডেল সৃষ্টি করা।
ক্যাটোলিকা-লিসবন ইউনূস সোশ্যাল ইনোভেশন সেন্টারটি ক্যাটোলিকা-লিসবন ও ইউনূস সেন্টারের একটি পার্টনারশীপ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। উল্লেখ্য যে, ইউনূস সেন্টার নোবেল শান্তি পুরস্কার ২০০৬ জয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসের সামাজিক ব্যবসার মডেল বিশ্বব্যাপী সম্প্রসারিত করতে পৃথিবীর বিভিন্ন দেশে “ইউনূস সোশ্যাল বিজনেস...