বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২Dedicate To Right News
Shadow

Tag: পিক্সমেলা

পিক্সমেলার আয়োজনে ফটোগ্রাফার মিটআপ

পিক্সমেলার আয়োজনে ফটোগ্রাফার মিটআপ

ফ্যাশন এন্ড লাইফস্টাইল, শিরোনাম
বাংলাদেশে প্রথম অনলাইন ফটো টেকনোলজি টুলস পিক্সমেলার আয়োজনে গতকাল ২৪ অক্টোবর সন্ধ্যা ৬ টায় ঢাকায় মহাখালীর 'ব্র্যাক ইন' এ অনুষ্ঠিত হলো 'ফটোগ্রাফারস মিটআপ' অনুষ্ঠান। এতে বাংলাদেশ ফটোগ্রাফিক এসোসিয়েশন (বিপিএ) এর সদস্যসহ সারাদেশের প্রায় ৩ শতাধিক আলোকচিত্রীর উপস্থিততে প্রাণময় ছিলো এই মিলন মেলা। এই মিলনমেলায় পিক্সমেলার পক্ষ থেকে উপস্থিত ছিলেন পিক্সমেলার প্রতিষ্ঠাতা- এস তামজিদ ও সহ-প্রতিষ্ঠাতা ইফতিয়ার জাহিদ। উপস্থিত ছিলেন পিক্সমেলার হেড অব অপারেশন মোঃ শরীফুল ইসলাম ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা মীর্জা বোরহান কবির। পিক্সমেলার প্রতিষ্ঠাতা- এস তামজিদ বলেন, পিক্সমেলা মানে ছবির মেলা। মেলা আমাদের সবার কাছেই উৎসবের মতো। আধুনিক প্রযুক্তির যুগে আমরা পিক্সেলের সাথেও ব্যপক পরিচিত। আমরা এই দুটো শব্দের সমন্বয়ে পিক্সমেলা করেছি। মানুষ যেনো সহজেই অনলাইনে ছবি বাঁধাই ও প্রিন্ট করতে পারে এবং ছবি দিয়ে সহজেই নকশা...