পুত্র সন্তানের বাবা হলেন সঙ্গীতশিল্পী রাকিব মোসাব্বির
এবার পুত্র সন্তানের বাবা হলেন এ প্রজন্মের জনপ্রিয় গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক ও কণ্ঠশিল্পী রাকিব মোসাব্বির। গতকাল ১৯ আগস্ট ২০২২ ভৈরবে স্ত্রী স্বর্ণার কোল আলো করে রাকিবের পুত্র সন্তান জন্মগ্রহণ করে। ছেলের নাম রাখা হয়েছে সোয়াব মোসাব্বির। মা ও সন্তান উভয়েই ভালো আছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, ২০১৬ সালের ৯ ডিসেম্বর ভৈরবে চন্ডিবের এলাকার মেয়ে মারিয়া ইয়াসমিন স্বর্ণার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রাকিব মোসাব্বির। ২০১৮ সালে তাদের সংসারের আসে প্রথম কন্যা সন্তান দোয়া মোসাব্বির।
পুত্র সন্তানের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন রাকিব মোসাব্বির।
প্রসঙ্গত, ২০০৮ সালে রাকিব মোসাব্বিরের প্রথম একক অ্যালবাম "যারে আমার মন" প্রকাশ পেয়েছিল। তার দ্বিতীয় একক অ্যালবাম "বৈশাখ এলো" সাউন্ডটেক থেকে ২০১০ সালে প্রকাশ হয়। এছাড়া তার আরো জনপ্রিয় কিছু অ্যালবামের মধ্যে রয়েছে মাধবীলতা, জানি তুমি, অভিমান...