
পূজায় মাহবুবা ইসলাম সুমীর “অন্যপুরুষ”
পূজা উপলক্ষে মাহবুবা ইসলাম সুমীর বিশেষ টেলিফিল্ম "অন্যপুরুষ"। এতে দেখা যাবে- বাংলাদেশ এর মেয়ে সুমীর বিয়ে হয় কলকাতায়। স্বামী দেবদুত পেশায় একজন ডাক্তার পূজার সময় বাংলাদেশের একজন নামকরা গায়ক ইমন কলকাতায় বেড়াতে যায় স্ত্রী রিমঝিমকে নিয়ে। কলকাতায় গিয়ে অসুস্থ হয়ে পড়ে ইমন। এভাবেই কাহিনী চলতে থাকে।টেলিফিল্মটিতে অভিনয় করেছেন চিত্রনায়ক ইমন, দেবদূত ঘোষ ও রিমঝিম (কলকাতা), রিটা হোসেন, মাহবুবা ইসলাম সুমী। টেলিফিল্মটি চ্যানেল আইতে দেখা যাবে আগামী শুক্রবার বিকাল ৩:০৫ মিনিটে।...