বৃহস্পতিবার, অক্টোবর ১০Dedicate To Right News
Shadow

Tag: প্রথমবারের মতো ফোক গাইলেন আঁখি আলমগীর

প্রথমবারের মতো ফোক গাইলেন আঁখি আলমগীর

প্রথমবারের মতো ফোক গাইলেন আঁখি আলমগীর

বিনোদন, শিরোনাম
এই প্রথমবারের মতো আঁখি আলমগীর ফোক গান গেয়েছেন ফোক স্টেশন সিজন- ৪ এর দ্বিতীয় পর্বে। জে কে মসলিশের সঙ্গীত পরিচালা ও নূর হোসেন হীরার প্রযোজনায় অনুষ্ঠানে আঁখি আলমগীর ৬টি ফোক গান গেয়েছেন। গানগুলো হলো ১. আইছে দামান সাহেব হইয়া, ২. বসন্ত আসিল শখি, ৩. হায় বাঙালি, ৪. সাগর কূলের নাইয়া, ৫. হলুদ বাটো মেন্দি বাটো ও ৬. বন্ধু কাজল ভ্রোমরা রে। প্রসঙ্গত, গত ১৭ সেপ্টেম্বর শুক্রবার রাত ১১টা ২৫ মিনিটে শুরু হয় সম্পূর্ণ নতুন ভাবে ফোক স্টেশন সিজন-৪। । আঁখি আলমগীরে গান নিয়ে দ্বিতীয় পর্বটি প্রচার হবে ২৪ সেপ্টেম্বর শুক্রবার রাত ১১ ২৫ মিনিটে। প্রতি শুক্রবার রাত ১১টা ২৫ মিনিটে আরটিভির পর্দায় প্রচারিত হবে অনুষ্ঠানটি। সৈয়দ আশিক রহমানের পরিকল্পনায়, নূর হোসেন হীরা প্রযোজনায় আরটিভি ফোক স্টেশন ইতিমধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। ইউটিউবে একাধিক শিল্পী অতিক্রম করেছেন কোটি ভিউ। টিভি অনএয়ারের পর গানগুলো ইউটিউবে আরট...