প্রথমবারের মতো মিরপুর গোলারটেক মাঠে ডিএনসিসির ঈদের প্রধান জামাত
প্রথমবারের মতো মিরপুর গোলারটেক মাঠে ডিএনসিসির ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ জুন) ঈদের দিন সকাল সাড়ে সাতটায় মিরপুর গোলারটেক মাঠে ডিএনসিসির ঈদের প্রধান জামাত শুরু হয়। জামাতে অংশ নেন ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলাম।
ঈদের জামাত শেষে গণমাধ্যমের সাথে মতবিনিময়কালে মেয়র মোঃ আতিকুল ইসলাম পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে দেশবাসী ও নগরবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।
মেয়র বলেন, 'প্রথমবারের মতো ডিএনসিসির উদ্যোগে প্রধান জামাতের আয়োজন করা হয়েছে। মুসুল্লিরা নির্বিঘ্নে সাচ্ছন্দ্যে নামাজ আদায় করেছে। গোলারটেক মাঠটি একটি ঐতিহ্যবাহী মাঠ। এই মাঠটি সঠিকভাবে ব্যবহার করা হতো না। জানতে পেরেছি এখানে মাদকাসক্তরা মাদক সেবন করে। এটি হতে দেয়া হবে না। এই মাঠটি উন্নয়ন করে এখানে খেলাধুলার ব্যবস্থা করা হবে। লাইট লাগিয়ে দিব যেন রাতেও যুবকরা এখানে খেলাধুলা করতে পারে। মাঠটিতে ঈদের জামাত আয়োজন হলে, ...