বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৬Dedicate To Right News
Shadow

Tag: প্রথম বাংলাদেশি হিসেবে এপিআর গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড পেলেন স্কাউটার সায়েদ বাসিত

প্রথম বাংলাদেশি হিসেবে এপিআর গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড পেলেন স্কাউটার সায়েদ বাসিত

প্রথম বাংলাদেশি হিসেবে এপিআর গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড পেলেন স্কাউটার সায়েদ বাসিত

ফিচার, শিরোনাম
ওয়ার্ল্ড স্কাউটসের এশিয়া প্যাসিফিক রিজিওনের (এপিআর) গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড অর্জন করেছেন বাংলাদেশ স্কাউটসের মোহাম্মদ সায়েদ বাসিত। এটি বাংলাদেশ স্কাউটসের কোনো সদস্যের প্রথম এপিআর গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড অর্জন। শুক্রবার সন্ধ্যায় অফিসিয়াল পেজে ২০২৪ সালের বিভিন্ন অ্যাওয়ার্ড অর্জনকারীদের তালিকা প্রকাশ করে এপিআর। সেখানে প্রথমেই এপিআর চেয়ারম্যানস অ্যাওয়ার্ড ফর গ্যালান্ট্রিতে বাংলাদেশে স্কাউটসের সদস্য বাসিতের নাম প্রকাশ পায়। এ বছর এপিআর ‘গ্যালান্ট্রি’ অর্জন করেছেন একজনই। এ ছাড়া, ২০২৪ সালের এপিআর অ্যাওয়ার্ডগুলোর মধ্যে ‘সার্টিফিকেট অব গুড সার্ভিস’ অর্জন করেছেন ৯ জন, ‘মেডেল ফর মেরিটোরিয়াস কন্ট্রিবিউশন’ অর্জন করেছেন ২ জন, ‘চেয়ারম্যানস অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন ৫ জন এবং ‘ডিস্টিংগুইশড সার্ভিস টু ইন্টারন্যাশনাল স্কাউটিং’ অর্জন করেছেন ৩ জন। বাংলাদেশ ছাড়াও চীন, ভারত, সিঙ্গাপুর, থাইল্যান্ড, কোরিয়া, হংকং, ...