প্রধানমন্ত্রী তার অসাধারণ প্রজ্ঞা ও মেধা দিয়ে দেশ পরিচালনা করছেন: কুজেন্দ্র লাল ত্রিপুরা
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তাঁর অসাধারণ প্রজ্ঞা ও মেধা দিয়ে দেশ পরিচালনা করে যাচ্ছেন। তিনি আরো বলেন, পার্বত্য চট্টগ্রামের যেসব জায়গা একসময় অন্ধকারে নিমজ্জিত ছিল, সে জায়গাগুলেকে তিনি উন্নয়নের আলোয় ভরিয়ে দিয়েছেন।
গত ২৭ জুন,২০২৪ খাগড়াছড়ি জেলা পরিষদের অডিটোরিয়াম-এর নব ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি আরো বলেন, ১৯৯০ দশকে পাহাড়ি অঞ্চলে তৎকালীন ক্ষমতাসীনরা পার্বত্য অঞ্চলের পাহাড়িদের খোঁজখবর রাখেনি। জননেত্রী শেখ হাসিনা সে সময় পার্বত্য অঞ্চলের মানুষের পাশে এসে দাঁড়িয়েছিলেন। সে সময়েই তিনি পার্বত্য অঞ্চলের উন্নয়নের ঘোষণা দিয়েছিলেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার...