প্রবাসীর হেলিকপ্টারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জায়েদ খান
প্রবাসীর হেলিকপ্টারের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। রোববার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হেলিকপ্টার গ্রাউন্ডে এ বিষয়ক একটি চুক্তি স্বাক্ষর হয়। এ সময় প্রবাসীর হেলিকপ্টারের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক বায়জিদ আল হাসান, প্রবাসীর সিটির ভাইস চেয়ারম্যান ও একুশে টেলিভিশনের সিনিয়র প্রডিউসার ইসরাফিল শাহিন এবং জায়েদ খান উপস্থিত ছিলেন।
প্রবাসীর হেলিকপ্টারের চেয়ারম্যান রনি রেজা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাত্র এক বছর আগে যাত্রা শুরু করা প্রবাসীর হেলিকপ্টার এরই মধ্যে ব্যাপক সুনাম অর্জন করেছে। প্রবাসীসহ দেশের সব স্তরের মানুষের নাগালে হেলিকপ্টার সেবা পৌঁছে দিয়ে অনন্য উদাহরণ সৃষ্টি করেছে। এই অগ্রযাত্রায় জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খানকে যুক্ত করা হলো। প্রবাসীর হেলিকপ্টারের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে জায়েদ খান বিভিন্ন অংশগ্রহণমূলক এবং প্রচার...