সোমবার, সেপ্টেম্বর ১৬Dedicate To Right News
Shadow

Tag: প্রবাসী অপূর্বর কষ্টে কাঁদছে দর্শক

প্রবাসী অপূর্বর কষ্টে কাঁদছে দর্শক!

প্রবাসী অপূর্বর কষ্টে কাঁদছে দর্শক!

বিনোদন, শিরোনাম
‘নাটকটা দেখে চোখ দিয়ে পানি চলে এসেছে। প্রবাসীদের কষ্ট একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ বোঝে না, ভালো থাকুক পৃথিবীর সকল প্রবাসী ভাই ও বোনেরা। প্রবাসীরা আসলেই স্বার্থপর- তারা শুধু পরিবারের জন্য ভাবে, নিজের কথাটা একবারও ভাবে না!’ কথাটি করিম মোল্লা নামের একজন দর্শকের। এমন অসংখ্য দর্শক এখন কাঁদছে প্রবাসী কামরুল চরিত্রে অপূর্বর অভিনয় দেখে। সিএমভি’র ব্যানারে ‘আপনজন’ নামের এই বিশেষ নাটকটি রচনা ও নির্মাণ করেছেন মুরসালিন শুভ। যা ১৬ জুলাই উন্মুক্ত হয় ইউটিউব চ্যানেলে। দুইদিনে এটির ভিউ গড়িয়েছে প্রায় ২০ লাখ! ধারণা করা হচ্ছে দ্রুত সময়ের মধ্যে এটি অতিক্রম করবে কোটির ঘর। তবে ভিউর চেয়েও লক্ষণীয় বিষয় দর্শক প্রতিক্রিয়া। যার বেশিরভাগই ব্যথিত হয়েছে পরিবারের ছোট ছেলে হয়েও প্রবাসী কামরুলের ত্যাগ এবং বঞ্চিত হওয়ার ঘটনায়। এতে অপূর্বর বিপরীতে আছেন কেয়া পায়েল। আরও অভিনয় করেছেন সমু চৌধুরী, মারুফ মিঠু প্রমুখ। ‘...