
প্রযুক্তি সাংবাদিক নেতৃবৃন্দকে অভিনন্দন জানালো বিসিএস
বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম এবং টেকনোলজি মিডিয়া গিল্ড অব বাংলাদেশ (টিএমজিবি) এর নব নির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছে তথ্যপ্রযুক্তি খাতের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)।
০৯ এপ্রিল, রবিবার রাজধানীর ধানমন্ডিস্থ বিসিএস ইনোভেশন সেন্টারে বিসিএস আয়োজিত তথ্যপ্রযুক্তি সাংবাদিকদের সঙ্গে ইফতার এবং দোয়া মাহফিলে প্রযুক্তি সাংবাদিকদের সংগঠন বিআইজেএফ এবং টিএমজিবির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
ইফতার ও দোয়া মাহফিলে বিসিএস সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকার বলেন, সংবাদকর্মীদের সংগঠনদের আমরা বরাবরের মতো গুরুত্বের সঙ্গে বিবেচনা করি। প্রযুক্তি সাংবাদিকদের লেখনীর মাধ্যমে প্রযুক্তি খাতের খুঁটিনাটি উঠে আসে। নতুন নেতৃত্ব সংবাদকর্মীদের আরো বেশি সমৃদ্ধ হতে সহযোগিতা করবে বলে আমরা আশাবাদী। বিসিএস এর সঙ্গে প্রযুক্তি সাংবাদিকদের সখ্যতা প্র...