প্রশংসা কুড়াচ্ছে বাংলাদেশ এ এবং ওয়েস্ট ইন্ডিজ এ দলের ব্রডকাস্ট লাইভ
বেশ কয়েকবছর যাবৎ বিভিন্ন টুর্নামেন্ট বিসিবি তার নিজস্ব ইউটিউব চ্যানেলে সম্প্রচার করছে মাঝে মধ্যেই। তবে এবার পরপর বেশ কয়েকটি টুর্নামেন্ট সম্প্রচার করে বিসিবির ইউটিউব চ্যানেল এখন আলোচনায়। প্রায় প্রতিটি খেলার ভিডিও দর্শক ভিউ পাচ্ছে প্রায় মিলিয়নের কাছাকাছি।
সম্প্রতি বিসিবি বিসিএল, ডিপিডিসিএল, পাকিস্তান অনুর্ধ ১৯ দলের বাংলাদেশ সফর সরাসরি সম্প্রচার করেছে নিজস্ব ইউটিউব চ্যানেলে। আর এখন চলছে বাংলাদেশ এ এবং ওয়েস্ট ইন্ডিজ এ দলের সম্প্রচার।
জানা গেছে, দর্শক আগ্রহের কথা চিন্তা করে আগামীতে সব ম্যাচ নিয়মিত সম্প্রচার করবে বিসিবির ইউটিউব চ্যানেল। তবে এরই মাঝে প্রশংসিত হয়েছে বাংলাদেশ এ এবং ওয়েস্ট ইন্ডিজ এ দলের চলমান সিরিজের ব্রডকাস্ট লাইভ। বিসিবির ইউটিউব চ্যানেলে প্রচারিত লাইভের ভিডিও মান, গ্রাফিক্স, ধারাভাষ্য সকলের প্রশংসা কুড়াচ্ছে। খেলাটি সরাসরি দেখতে পেরে বিসিবিকে ধন্যবাদও জানাচ্ছেন দর্শকরা।
জা...