প্রাঙ্গণেমোরের ‘অভিনেতা’ ও ‘টিনের তলোয়ার’
বাংলাদেশের প্রথম সারির নাট্যদল প্রাঙ্গণেমোর বেইলি রোডের বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে তাদের নতুন দুটি নাটক ‘অভিনেতা’ ও ‘টিনের তলোয়ার’ পরপর দুইদিন মঞ্চায়ন করতে যাচ্ছে। ১৯ এপ্রিল সন্ধ্যা ৭টায় অনন্ত হিরার লেখা আর নূনা আফরোজের নির্দেশনায় ‘অভিনেতা নাটকটির দ্বিতীয় প্রদর্শনী অনুষ্ঠিত হবে এবং ২০ এপ্রিল মঞ্চায়িত হবে অনন্ত হিরার নির্দেশনায় উৎপল দত্তের লেখা বিখ্যাত নাটক "টিনের তলোয়ার" এর চতুর্থ প্রদশনী। অভিনেতা নাটকটি মঞ্চে আসে গত মার্চ মাসের ৮ তারিখ আর টিনের তলোয়ার নাটকটি মঞ্চে আসে ১৪ এপ্রিল (১লা বৈশাখ)। এরই মধ্যে নাটক দুটি নাট্যাঙ্গণে সবার মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। প্রতিটি শো-তেই হাউজফুল দর্শক হয়েছে।
অভিনেতা নাটকে অভিনয় করেছেন অনন্ত হিরা, প্রকৃতি শিকদার ও সবুক্তগীন শুভ আর 'টিনের তলোয়ার' নাটকে অভিনয় করছেন অনন্ত হিরা, আউয়াল রেজা, সবুক্তগীন শুভ, সীমান্ত আমীন, মশিউর রহমান, সুজয় গ...