ফজলুল হক স্মৃতি পুরস্কার ২০২২ পেলেন দেলোয়ার জাহান ঝন্টু এবং আবদুল্লাহ জেয়াদ
প্রতি বছরের মতো এবারও ফজলুল হক স্মৃতি পুরস্কার ২০২২ প্রদান করা হয়েছে। বিশিষ্ট কথাসাহিত্যিক রাবেয়া খাতুন প্রবর্তিত ফজলুল হক স্মৃতি পুরস্কার এ বছর পেলেন চলচ্চিত্র পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু এবং চলচ্চিত্র সাংবাদিকতায় আবদুল্লাহ জেয়াদ। আজ ২৬ অক্টোবর ২০২২ চ্যানেল আই কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার হস্তান্তর করা হয়। পুরস্কার তুলে দেন নাট্যজন আতাউর রহমান, চলচ্চিত্র ব্যক্তিত্ব সুজাতা ও আবদুল লতিফ বাচ্চু, রন্ধনবীদ কেকা ফেরদৌসী, ইমপ্রেস টেলিফিল্ম লি., চ্যানেল আই-এর পরিচালক ও প্রয়াত ফজলুল হকের জামাতা মুতিক মজুমদার বাবু এবং জহিরউদ্দিন মাহমুদ মামুন। পুরস্কারের অর্থমূল্য প্রতিটি ২৫ হাজার টাকা, সম্মাননা পত্র ও ক্রেস্ট।
অতিথি ও পুরস্কারপ্রাপ্তরা ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান, বিশিষ্ট লেখক ইফতেখারুল আলম, বাচসাস সভাপতি রাজু আলীম প্রমুখ।
প্রয়াত ফজল...