শনিবার, সেপ্টেম্বর ১৪Dedicate To Right News
Shadow

Tag: ফাতেমাতুজ জোহরা

ফাতেমাতুজ জোহরা’র কবিতা “নিষ্ফলন”

ফাতেমাতুজ জোহরা’র কবিতা “নিষ্ফলন”

সাহিত্য
ভাবনার বেড়াজালে শত শত, মন হতে থাকে ক্ষত বিক্ষত। দুঃখের অমানিশা হয় না শেষ, ধৈর্য এখন খন্ডিত বিশেষ। কেন চিন্তাগুলো পিছু ছাড়ে না, আচমকা খালি ঝড়ো হাওয়া। আর পারছি না আমি সইতে, অব্যক্ত মনকে পারিনা বোঝাতে। প্রতিনিয়ত হচ্ছে হৃদয়ে রক্তক্ষরণ, তবু হয়না ভাবাবেগের চিরন্তন মরণ। একটু একটু করে শক্তি যোগান দেই মনে, বেঁচে থাকবো যতদিন পরীক্ষা দিবো ক্ষণে ক্ষণে। যেটুকু আশা করে সামনে এগুই, আশা ব্যাহত হবে ভেবে দুপা পিছুই। মনে সাহস ও ভরসার প্রদ্বীপ জ্বালিয়ে, এগুতে হবে সব প্রতিকূলতা ছাপিয়ে। হয়তো প্রতিফল হতে পারে নিরাভরণ, তবু মৌনিক স্বপ্নের হতে দিবো না মরণ। হৃদ্যতার অনির্বাণকে দিব স্বাগতম, দাঁড়িয়ে থেকে এই পাড়ে নিষ্ফলন।...