সোমবার, সেপ্টেম্বর ৯Dedicate To Right News
Shadow

Tag: ফুলকির আয়োজনে দর্শকদের ভিন্ন এক গল্পের আসর উপভোগ

ফুলকির আয়োজনে দর্শকদের ভিন্ন এক গল্পের আসর উপভোগ

ফুলকির আয়োজনে দর্শকদের ভিন্ন এক গল্পের আসর উপভোগ

ফিচার, শিরোনাম
ছোটদের সাংস্কৃতিক জগৎ ফুলকির আয়োজনে ভিন্ন এক অভিজ্ঞতা স্বাদ পেল শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সের দর্শক। ২৮ অক্টোবর ২০২২ শুক্রবার ফুলকির ‘গল্পরাজ্য’ প্রকল্পের উদ্যোগে থিয়েটার ইনশটিটিউট মিলনায়তনে বিকেল ৫টা ও সন্ধ্যা ৭টায় হলভর্তি দর্শকসহ দেশী বিদেশী গল্প নিয়ে বসেছিল “গল্প উপভোগের আসর”। প্রাচীনকাল থেকেই মানুষ গল্পপ্রিয়। আর বাঙালী জীবনে তা যেন ওতপ্রোতভাবেই জড়িয়ে আছে। তবে এদিন ফুলকির গল্পরাজ্যের দিদিমনি,দাদাভাইরা গল্পগুলোকে জীবন্ত করে তোলেন নানা অনুষঙ্গ ব্যবহারের মাধ্যমে। দর্শকরাও তা উপভোগ করে বেশ। গল্প শোনান নাঈমা নাজনীন, নিশিগন্ধা দাশ গুপ্তা, রিপন পাল, মেহেরুন রাবীবা মিলি ও দীপা চৌধুরী। সাথে ছিল গল্পের শিশুদল সোহিনী, অবনিশ, ঋতায়ন, জয়িতা, সার্থক, বৈজয়ন্তী, অতুল, উজ্জয়িনি, মেহেরিমা, ভূমিশ্রেষ্ঠা, ফখরুদ্দিন, অদ্বিতীয়া, অন্যতমা, রুমী আদ-দীন, আলিফা, জারিয়াত, সাফওয়াত, লাজিয়া, তাসমিয়া, নামিরাহ, হৃদি,সুবহা...