ফোন কিনে থাইল্যান্ড ভ্রমণের সুযোগ!
তরুণদের পছন্দের ব্র্যান্ড রিয়েলমি’র চতুর্থ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আগস্ট মাসব্যাপী আয়োজনের অংশ হিসেবে দারাজে শুরু হয়েছে ‘রিয়েলমি ফ্যান ফেস্ট ২০২২’। ২২ থেকে ২৮ আগস্ট পর্যন্ত দারাজে চলমান রিয়েলমি ফ্যানফেস্টে রিয়েলমি স্মার্টফোন কিনলেই থাকছে দুর্দান্ত ছাড়, আকর্ষণীয় উপহার এবং মেগা পুরষ্কার হিসেবে থাইল্যান্ড ভ্রমণের সুযোগ। অফারের বিস্তারিত জানতে ভিজিটঃ https://click.daraz.com.bd/e/_7oDiU
প্রতিবছর বিশ্বব্যাপী ফ্যান ফেস্টিভালের আয়োজন করে থাকে দ্রুতবর্ধনশীল গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি, এবার ফ্যান ফেস্টের থিম হচ্ছে ‘কিপ ইট রিয়েল’। উদযাপনের অংশ হিসেবে, আগস্ট মাসে দারাজে ‘রিয়েলমি ফ্যান ফেস্ট’ আয়োজন করা হয়েছে, যেখানে ক্রেতাদের জন্য বিভিন্ন আকর্ষণীয় অফারের পাশাপাশি থাকছে থাইল্যান্ড ভ্রমণের সুবর্ণ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে আগস্টের ২২-২৮ তারিখের মধ্যে দারাজ থেকে রিয়েলমি জিটি সিরিজ/ ৯ প্রো ...