বঙ্গবন্ধু, বাংলাদেশ, তারুন্য ও তথ্যপ্রযুক্তি শীর্ষক ই-ক্যাবের আলোচনা
২৯ আগস্ট বেলা ৩টায় ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) আয়োজন করে ‘‘বঙ্গবন্ধু, বাংলাদেশ, তারুন্য ও তথ্যপ্রযুক্তি” শীর্ষক আলোচনায় সভা। জুম অনলাইনে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। বিশেষ অতিথি ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। মূল আলোচক হিসেবে ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল। এছাড়া আলোচনায় অংশ নেন ই-ক্যাবের উপদেষ্ঠা মাননীয় সংসদ সদস্য নাহিম রাজ্জাক এমপি ও এফবিসিসিআই’র পরিচালক সেরনিয়াবাত মঈন উদ্দিন আব্দুল্লাহ। সভাপতিত্ব করেন ই-ক্যাবের প্রেসিডেন্ট শমী কায়সার।
প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি বলেন, বঙ্গবন্ধু যদি আপোষ করতেন তাহলে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারতেন। তিনি তা করেন নি। কারণ তিনি জানতেন পাকিস্তান দিয়ে মানুষের উন্নতি হবে...