বঙ্গবন্ধু কর্তৃক আইটিইউ সদস্য পদ অর্জনের ৪৮তম বার্ষিকী উপলক্ষ্যে ডাকটিকেট অবমুক্ত
৫ সেপ্টেম্বর জাতিসংঘের টেলিযোগাযোগ প্রযুক্তি বিষয়ক বিশেষায়িত সংস্থা ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ)-এর সদস্যপদ অর্জনের ৪৮তম বার্ষিকী। ১৯৭৩ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বে সদ্য স্বাধীন বাংলাদেশ আইটিইউ এর সদস্য পদ লাভ করে –উন্মোচিত হয় টেলিযোগাযোগ দুনিয়াায় সাথে বাংলাদেশের স্বর্নালী দ্বার। দিবসটি উপলক্ষ্যে ডাক অধিদপ্তর স্মারক ডাকটিকেট, উদ্বোধনী খাম ও ডাটা কার্ড প্রকাশ করেছে।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার ৫ সেপ্টেম্বর ঢাকায় তার দপ্তর থেকে এ বিষয়ে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট ও ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম অবমুক্ত করেন। এছাড়া ৫ টাকা মূল্যমানের একটি ডাটাকার্ড উদ্বোধন করা হয়। মন্ত্রী এ সংক্রান্ত একটি সীলমোহর ব্যবহার করেন। তিনি এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছেন।
মন্ত্রী বিবৃতিতে বলেন, আইটিইউ-এর সদস্য ...