
বড়দিন ও ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বর্ণাঢ্য আয়োজন
বছর ঘুরে আবারও দোরগোড়ায় বড়দিন এবং ইংরেজি নববর্ষ। বড়দিন উদযাপন এবং ইংরেজি নববর্ষ বরণ উপলক্ষে ঢাকার ঐতিহ্যবাহী পাঁচ তারকা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও এ প্রতি বছরের ন্যায় এই বছরও থাকছে বর্ণিল ও বর্ণাঢ্য আয়োজন। সমগ্র হোটেল জুড়ে বিরাজ করবে উৎসবের আমেজ এবং থাকবে জমকালো সাজসজ্জা। হোটেলের লবি এবং ক্যাফে বাজার রেস্তোরাঁতে থাকবে ক্রিসমাস ট্রি এবং বিশেষ গুডিজ হাউজ।
বড়দিনে আগত শিশুদেরকে বিভিন্ন চমকপ্রদ উপহার দিয়ে বরণ করে নেয়ায় জন্য উপস্থিত থাকবে সান্টা ক্লজের উপস্থিতি। আগত অতিথিদের কে উৎসবের পরিপূর্ণ আমেজ দেয়ার জন্য হোটেলের টেরাকোটা চত্তরে থাকবে জমকালো সাজসজ্জা এবং সেই সাথে হোটেলের প্রবেশদ্বারে থাকবে বিশেষ আলকজ্জল রেইনডিয়ার।
বড়দিন উপলক্ষে সোনারগাঁও হোটেলের সুইমিং পুলের পাশে অবস্থিত ওয়েসিস এ ২৫ ডিসেম্বর সকাল ১০-৩০ টা থেকে রাত ৯-৩০ পর্যন্ত চলবে পরিবার ও ছোট সোনামনিদের সবার প্রিয...