বর্ষার গান নিয়ে আসছেন অণিমা রায়
বর্ষা মানে বৃষ্টি ভেজা দিন। বর্ষা মানে ঝরঝর বারিধারা। বর্ষা রবীন্দ্রনাথের প্রিয় ঋতু। বর্ষা নিয়ে চ্যানেল আইয়ের পর্দায় হাজির হবেন ড. অণিমা রায়। আগামী ৫ জুলাই সকাল সাতটার সংবাদের পর গান দিয়ে শুরু অনুষ্ঠানে গাইবেন রবীন্দ্রনাথের প্রিয় বর্ষা নিয়ে। মোহিত করবেন দর্শকদের। অণিমা রায় এ সময়ের জনপ্রিয় রবীন্দ্র সঙ্গীত শিল্পী। তিনি রবীন্দ্র চর্চা করেন। রবীন্দ্রনাথ তার ধ্যান জ্ঞান। মন প্রাণ উজাড় করে রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেন।...