সোমবার, সেপ্টেম্বর ৯Dedicate To Right News
Shadow

Tag: বাংলাদেশের বাজারে প্রথম ল্যাপটপ আনলো ইনফিনিক্স

বাংলাদেশের বাজারে প্রথম ল্যাপটপ আনলো ইনফিনিক্স

বাংলাদেশের বাজারে প্রথম ল্যাপটপ আনলো ইনফিনিক্স

তথ্যপ্রযুক্তি, শিরোনাম
প্রথমবারের মতো বাংলাদেশের বাজারে ল্যাপটপ নিয়ে এলো তরুণদের পছন্দের প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স। ব্র্যান্ডটির নতুন ল্যাপটপ ইনবুক ওয়াই টু প্লাস মডেলটি এখন দারাজে পাওয়া যাচ্ছে। বাংলাদেশে তৈরি হয়েছে এই ওয়াই টু প্লাস ল্যাপটপটি। এর ৮জিবি-৫১২জিবি’র ভার্সন বাজারে আনা হয়েছে। এতে আছে ১১তম প্রজন্মের কোর আই৫ প্রসেসর। সাশ্রয়ী মূল্যের ল্যাপটপটির সাথে আছে দারুণ সব অফার। অনলাইন ও অফলাইন দুইভাবেই এই ওয়াই টু প্লাস ল্যাপটপটি কেনা যাবে। দারাজ চেরাগ ক্যাম্পেইনের সাথে বিশেষ পার্টনারশিপে বাজারে এসেছে এই ল্যাপটপ। ৫ ডিসেম্বর থেকে আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত চলবে এই ক্যাম্পেইন। ইনবুক ওয়াই টু প্লাস-এর বাজার মূল্য ধরা হয়েছে ৫৮,৯৯০ টাকা। তবে দারাজের এই ক্যাম্পেইনটি চলাকালীন বিশেষ ছাড়ের আওতায় ল্যপটপটি পাওয়া যাচ্ছে ৫৬,৯৯০ টাকায়। এছাড়াও ক্রেতাদের জন্য থাকছে ২,০০০ টাকার ক্যাশ ভাউচার। ফলে ক্রেতারা মোট ৪,০০০ টাকা ছাড় পাচ্ছ...