শনিবার, জুলাই ২৭Dedicate To Right News
Shadow

Tag: বাংলাদেশের সাঁতাও এবং পেটকাটা ষ প্রদর্শিত হবে উত্তর আমেরিকার চলচ্চিত্র উৎসবে

বাংলাদেশের সাঁতাও এবং পেটকাটা ষ প্রদর্শিত হবে উত্তর আমেরিকার চলচ্চিত্র উৎসবে

বাংলাদেশের সাঁতাও এবং পেটকাটা ষ প্রদর্শিত হবে উত্তর আমেরিকার চলচ্চিত্র উৎসবে

বিনোদন, শিরোনাম
আগামী ১২ থেকে ২২ অক্টোবর উত্তর আমেরিকার সিয়াটল শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে তাসভির সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভালের ১৮তম আসর। খন্দকার সুমন'র 'সাঁতাও' এবং নুহাশ হুমায়ূন'র 'পেটকাটা ষ' চলচ্চিত্র দুইটি এবারের আসরে মনোনীত হয়েছে। উৎসব পরিচালক রীতা মেহের বলেন, এই বছর তাসভির সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভাল অস্কার কোয়ালিফাইড স্ট্যাটাস অর্জন করেছে। সে জন্য বিশাল সংখ্যক চলচ্চিত্র জমা পড়ায় আমাদের নির্বাচন প্রক্রিয়া অন্যান্য আসরের থেকে ব্যতিক্রমী এবং অত্যন্ত প্রতিযোগিতামূলক ছিল। বাংলাদেশের চলচ্চিত্র দুইটি এর মাঝে থেকে মনোনীত হতে পারায় আমি অভিনন্দন জানাই।  'সাঁতাও' চলচ্চিত্রের পরিচালক খন্দকার সুমন বলেন, ২০১৬ সালে আমার প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'পৌনঃপুনিক' তাসভির সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভালের ১১ তম আসরে উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে মনোনীত হয়েছিল। সাত বছর পর উৎসবটির ১৮তম আসরে আমার প্রথম পুর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র 'স...