
বাংলাদেশে তৃতীয় আউটলেট চালু করলো দ্য বডি শপ
বাংলাদেশে ব্যবসায়িক কার্যক্রমের চার বছর উদযাপন উপলক্ষে নিজেদের রিটেইল পরিসর বিস্তৃত করেছে যুক্তরাজ্য-ভিত্তিক সাসটেইনেবল বিউটি ব্র্যান্ড দ্য বডি শপ। সম্প্রতি ব্র্যান্ডটি রাজধানীর গুলশান ২ -এ অবস্থিত ইউনিমার্টে নিজেদের তৃতীয় আউটলেট চালু করেছে।
স্বল্প সময়ের মধ্যে স্কিনকেয়ার ও বিউটি পণ্যে বাংলাদেশের ক্রেতাদের বিশ্বস্ত ব্র্যান্ডে পরিণত হয়েছে দ্য বডি শপ। রাজধানীর প্রাণকেন্দ্রে চালু হওয়া ব্র্যান্ডটির নতুন এ আউটলেটটি এ ধারাবাহিকতা বজায় রাখবে বলে প্রত্যাশা করা যাচ্ছে। এ নিয়ে বাংলাদেশে দ্য বডি শপের অফিশিয়াল রিটেইল পয়েন্টের সংখ্যা দাঁড়ালো তিনে।
প্রতি মৌসুমে নতুন পণ্য ও ক্যাম্পেইন চালুর মাধ্যমে ব্র্যান্ডটি ক্রেতাদের মাঝে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে। দ্য বডি শপের বাংলাদেশে স্টোরগুলোতে স্কিনকেয়ার, বাথ অ্যান্ড বডি, কসমেটিকস, হেয়ার, ফ্রেগ্রেন্স, গিফট ও অ্যাকসেসরিজ সহ বিস্তৃত পরিসীমার পণ্য রয়েছে। এছাড়াও...