বাংলাদেশে নারী নির্মাতার চলচ্চিত্রে নারীর ক্ষমতায়ন শীর্ষক সেমিনার
বাংলাদেশে চলচ্চিত্র নির্মাণ ও প্রদর্শনের ইতিহাস সুদীর্ঘকালের হলেও নারীর অংশগ্রহণের ইতিহাস সমতাভিত্তিক নয়। নির্মাতা হিসেবে নারীদের অংশগ্রহণ একেবারেই অপ্রতুল। চলচ্চিত্রে নারী চরিত্রের উপস্থাপন নিয়ে সমাজের বিভিন্ন স্তরে রয়েছে বিতর্ক। চলচ্চিত্রে নারী চরিত্রের উপস্থাপন নিয়ে কিছু গবেষণা হয়েছে। বাংলাদেশের চলচ্চিত্রে নারীর ক্ষমতায়নের পরিপ্রেক্ষিত অনুসন্ধান ও পর্যালোচনা প্রাসঙ্গিকভাবে উঠে আসা যৌক্তিক বলে মনে করেন আজকের সেমিনারের আলোচকরা।
বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সেমিনার হলে আজ সকালে অনুষ্ঠিত হয় ‘বাংলাদেশে নারী নির্মাতার চলচ্চিত্রে নারীর ক্ষমতায়ন’ শীর্ষক সেমিনার। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গবেষক জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভিাগের সহযোগী অধ্যাপক ড. মো: তুহিনুর রহমান। প্রবন্ধের উপর আলোচনা করেন ‘বাংলাদেশে নারী নির্মাতার চলচ্চিত্রে নারীর ক্ষমতায়ন’ শ...