
বাংলাদেশ ইউনিভার্সিটিতে মাদক প্রতিরোধে তরুণ সমাজের ভূমিকা শীর্ষক সেমিনার
মাদকাসক্তি আধুনিক সভ্যতার বিপজ্জনক রোগ। এইডস, ক্যান্সার ও হৃদরোগের মতো মাদকাসক্তিও ভয়াবহ রোগ। এটি পারমানবিক বোমার চেয়েও ক্ষতিকর।
২ ফেব্রুয়ারি, ২০২৫ বাংলাদেশ ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস মিলনায়তনে “মাদকাসক্তি ও মাদক প্রতিরোধে তরুণ সমাজের ভূমিকা শীর্ষক” এক সেমিনারে বক্তারা এসব বলেন। ড্রিম বাংলাদেশ ফাউন্ডেশন ও বাংলাদেশ ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত উক্ত সেমিনারের সার্বিক সহযোগিতায় ছিলো বাংলাদেশ ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগ এবং বিজনেস ক্লাব।
বাংলাদেশ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মো: জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (গোয়েন্দা) জনাব খোরশেদ চঞ্চল, মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা (মানস) এর প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ড. অরূপরতন চৌধুরী, ড্রিম বাংলাদেশ ফাউন্ডেশন (ডি.বি.এফ) এর প্রতিষ্ঠাতা ও ন...