
বাংলাদেশ ইউনিভার্সিটির সাথে এসএসএলকমার্জ এর চুক্তি স্বাক্ষরিত
অনলাইনে সকল আর্থিক লেনদেন কার্যক্রম পরিচালনা করার লক্ষ্যে দেশের সর্ববৃহৎ পেমেন্ট গেটওয়ে সংযোগকারী প্রতিষ্ঠান এসএসএলকমার্জ লিমিটেডের সাথে দেশের অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটি মধ্যে একটি সমঝোতার চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
আজ সোমবার (ডিসেম্বর ৩০,২০২৪) ঢাকার মোহাম্মদপুরের আদাবরস্থ ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসএসএলকমার্জ এর পক্ষে গ্রুপ এডভাইজার আহমেদ কামাল খান চৌধুরী এবং বাংলাদেশ ইউনিভার্সিটির পক্ষে পরিচালক (অর্থ ও হিসাব) এস এম ফিরোজ আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ ইউনিভার্সিটি রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল মাহাবুবুল হক (অব.), ই-কমার্স সার্ভিসের প্রধান মোঃ সাবির আহমেদ, ডেপুটি রেজিস্ট্রার (জনসংযোগ) সোহেল আহসান নিপু এবং হিসাব শাখার মোহাম্মদ শফিকুজ্জামান উপস্থিত ছিলেন।
এই চুক্তি...