
বাংলাদেশ ব্যাংকের প্রাক-অর্থায়ন প্রকল্পের আওতায় স্পট লোন পেলেন সিলেটের সিএমএসএমই উদ্যোক্তারা
বাংলাদেশ ব্যাংকের উদ্যোগের অংশ হিসেবে সিলেটেবাংলাদেশ ব্যাংকের ২৫,০০০ কোটি টাকার প্রাক-অর্থায়ন প্রকল্পের সুবিধাভোগীদের সাথে একটি ফোকাস গ্রুপ ডিসকাশন এবং প্রকাশ্যে ঋণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনে সিএমএসএমই উদ্যোক্তারা স্পট লোন সুবিধা পান।
বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন প্রকল্পের অধীনে প্রাথমিকভাবে চালু হওয়া এই উদ্যোগটিকে পরবর্তীতে প্রাক-অর্থায়ন প্রকল্পের অধীনে রূপান্তরিত করা হয়। এই উদ্যোগটিদেশের কটেজ, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ের ক্ষমতায়নের ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী লিড ব্যাংক হিসেবে ব্র্যাক ব্যাংক অনুষ্ঠানটির আয়োজন করে। ১৬ নভেম্বর ২০২৪ সিলেটের একটি হোটেলে অনুষ্ঠিত এই কর্মসূচিতে সিলেটে কর্মরত অন্যান্য ব্যাংকের কর্মকর্তারাও অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক প...