
বাংলাদেশ ব্যাংকের সার্কুলার হালনাগাদকরণে এসএমই ফাউন্ডেশনের নীতি সংলাপ
সিএমএসএমই খাতে ঋণ বিতরণ বাড়াতে ট্রেড লাইসেন্সের শর্ত শিথিল, অস্থাবর সম্পত্তিকে সহায়ক জামানত হিসেবে বিবেচনা, জামানতবিহীন ঋণকে উৎসাহ দেয়ার পরামর্শ ব্যাংকার ও উদ্যোক্তাদের সিএমএসএমই খাতে ঋণ বিতরণ বাড়াতে ট্রেড লাইসেন্সের শর্ত শিথিল, অস্থাবর সম্পত্তিকে সহায়ক জামানত হিসেবে বিবেচনা, জামানতবিহীন ঋণকে উৎসাহ দেয়াসহ বেশ কিছু পরামর্শ দিয়েছেন ব্যাংকার ও উদ্যোক্তাগণ। কটেজ, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে ঋণ প্রবাহ বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের বিদ্যমান অর্থায়ন নীতিমালা অধিকতর উদ্যোক্তাবান্ধবসহ হালনাগাদকরণ বিষয়ে এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ০৬ জানুয়ারি ২০২৫ সরকারি-বেসরকারি অংশীজনদের অংশগ্রহণে এক নীতি সংলাপ অনুষ্ঠানে এসব কথা উঠে আসে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রতিনিধিবৃন্দ সিএমএসএমই খাতে ঋণ বিতরণ বাড়াতে তাদের বিভিন্ন পর্যবেক্ষণ ও সুপারিশ তুলে ধরে বলেন, ঋণ প্রদানকালে ট্রেড লাইসেন্সের বাধ্যবাধকতার শর...