বাংলাভিশনে আসছে নতুন দুই ধারাবাহিক
আজ ২০ আগস্ট থেকে বাংলাভিশনে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘ব্রোকেন ফ্যামিলি’। রাজিবুল ইসলাম রাজিব- এর রচনা ও নাসির উদ্দিন মাসুদ- এর পরিচালনায় নাটকটি প্রচারিত হবে প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ০৮টা ৩০মিনিটে। নাটকটিতে অভিনয় করেছেন চাষী আলম, অনিক, ফারজানা আহসান মিহি, পাভেল, মোসাফির সাইদ বাচ্চু, সিয়াম নাসির, মাসুম বাশার, মনিরা মিঠু, রোমেল, আইরিন আফরোজ, সিমি স্নিগ্ধা, স্বর্ণলতা, রিফাত আলম, মিনাকসি, আনোয়ার, নয়ন, রকি খান, রিজভী, পারভেজ আলম, সেলজুক, শারমিন সুলতানা শমী, তাহমিনা ঐশিসহ আরো অনেকে।
এছাড়াও বাংলাভিশন টিভি পর্দায় আসছে নতুন ধারাবাহিক নাটক ‘কমন প্রবলেম’। নাটকটি রচনা করেছেন আহসান আলমগীর এবং পরিচালনা করেছেন তপু খান। এতে অভিনয় করেছেন মারজুক রাসেল, চাষী আলম, সাইদুর রহমান পাভেল, শাহনাজ খুশী, নাইমা আলম মাহা, স্বর্ণলতা, শিবলী নোমান, মুকিত জাকারিয়া, সিয়াম মৃধা, সাদিয়া রুবায়েত, শ্রে...