বাচসাসে বিজয়ী হলেন দ্য স্টেটমেন্ট সম্পাদক রেজাউর রহমান রিজভী
বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) এর দ্বিবার্ষিক (২০২২-২৪) নির্বাচনে আন্তর্জাতিক ও গবেষণা সম্পাদক পদে বিজয়ী হলেন অনলাইন নিউজ পোর্টাল দ্য স্টেটমেন্ট টোয়েন্টিফোর ডট কমের সম্পাদক রেজাউর রহমান রিজভী। তিনি নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ ভোট (২৫১ ভোট) পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মু. নাছিবুর রহমান খান পেয়েছেন ৩০ ভোট। এর আগে বাচসাসের ২০১৭-২০১৯ সালের কমিটির মেয়াদকালে রেজাউর রহমান রিজভী সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
এবারের বাচসাস নির্বাচনে সভাপতি পদে রাজু আলীম (চ্যানেল আই) ও সাধারণ সম্পাদক রিমন মাহফুজ (সংবাদ প্রতিদিন) নির্বাচিত হয়েছেন। অন্যান্য পদের বিজয়ীরা হলেন সহ-সভাপতি অনজন রহমান ও রাশেদ রাইন, সহ-সাধারণ সম্পাদক রাহাত সাইফুল, অর্থ সম্পাদক সাহাবুদ্দিন মজুমদার, সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম মিলন, সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক সম্পাদক আঞ্জুমান আরা শিল্পী (বিনা প্রতিদ্বন্...