
বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’
বিশ্বখ্যাত প্রযুক্তি ব্র্যান্ড অপো শিগগিরই বাংলাদেশের বাজারে ব্র্যান্ডটির নতুন স্মার্টফোন ‘অপো এ৫ প্রো’ নিয়ে হাজির হচ্ছে। অত্যাধুনিক প্রযুক্তি ও নান্দনিক ডিজাইনের অনন্য ‘অপো এ৫ প্রো’ ফ্যাশন সচেতন ভোক্তাদের দৃষ্টি কাড়তে সক্ষম হবে। এই ডিভাইসের প্রতিটি ক্ষেত্রেই যত্ন ও আভিজাত্যের ছাপ রয়েছে, যা সর্বাধুনিক প্রযুক্তি ও নান্দনিকতার সমন্বয়ে দেবে অতুলনীয় অভিজ্ঞতা।
‘অপো এ৫ প্রো’ -এর আরেকটি অন্যতম আকর্ষণ হলো এর ফাইবারগ্লাস লেদার ব্যাক প্যানেল। এর ফলে এই ফোন হাতে নিলে লেদারের মসৃণ অনুভূতি পাওয়া যাবে ও স্বাচ্ছন্দ্যের সাথে কোথাও রাখা যাবে। বিশেষত অলিভ গ্রিন রঙ স্মার্টফোনের সৌন্দর্য ও আভিজাত্য ফুটিয়ে তুলতে সক্ষম। বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ড হারমেস, ডিওর, গুচি, ও সেলিন বিলাসিতার প্রতীক হিসেবে অলিভ গ্রিন শেড বা আবহটি ব্যবহার করে থাকে। ‘অপো এ৫ প্রো’ -তে তাই এই রঙটি যুক্ত করায়, তা প্রযুক্তির সক্ষমতার সঙ্গ...