বাজারে এসেছে গিগাবাইট জি৬এক্স এআই গেমিং ল্যাপটপ
বিশ্বের শীর্ষস্থানীয় কম্পিউটার ব্র্যান্ড গিগাবাইট এর বহুল প্রতীক্ষিত ল্যাপটপ গিগাবাইট জি৬এক্স নিয়ে আসার ঘোষণা দিয়েছে। এটিতে ব্যতিক্রমী পারফরম্যান্স,নানান গেমে নিরবচ্ছিন্নভাবে অংশগ্রহণ এবং সৃজনশীল অ্যাপ্লিকেশনে পেশাদারিত্ব নিশ্চিত করতে এতে ইনটেল কোর ১৩ জেন এইচএক্স প্রসেসর ও এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৪০ সিরিজ ল্যাপটপ জিপিইউ (গ্রাফিক্স প্রসেসিং ইউনিট) ব্যবহার করা হয়েছে। একইসাথে, মাইক্রোসফটের এআই অ্যাসিস্ট্যান্ট কপিলটের সাহায্যে এটি শেষ হওয়া কাজ স্ট্রিমলাইন করে রাখে, প্রতিদিনের কাজের চাপ কমায় ও সৃষ্টিশীলতার সম্ভাবনাকে বাড়িয়ে তোলে। এতে অনন্য ফোর-সাইডেড স্লিম বেজেল ডিজাইন ব্যবহার করা হয়েছে; ফলে, ৯০ শতাংশ স্ক্রিন-টু-ডি রেশিওর মাধ্যমে দেখার ক্ষেত্রে অনবদ্য অভিজ্ঞতা পাবেন ব্যবহারকারীরা। একইসাথে, দেখার ক্ষেত্রে সিনেমার মতো অভিজ্ঞতা পেতে এতে ব্যবহার করা হয়েছে ডলবি এটমস।
গিগাবাইট জি৬এক্সে ইনটেল কোর...