
বাবিসাস অ্যাওয়ার্ড পেলেন পরিচালক নাজনীন হাসান খান
বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি (বাবিসাস) অ্যাওয়ার্ড ২০২৩-২০২৪-এ শ্রেষ্ঠ পরিচালক হিসেবে ভূষিত হলেন নাজনীন হাসান খান। শনিবার (২২ ফেব্রয়ারি) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে এক জাঁকজমকপূর্ণ আয়োজনে এই অ্যাওয়ার্ড প্রদান করে। নাট্য বিভাগে শ্রেষ্ঠ পরিচালক হিসেবে তাকে এ পুরষ্কার দেয়া হয়।
এ সময় নাজনীন হাসান খান-এর হাতে পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি কিংবদন্তী অভিনেত্রী আনোয়ারা বেগম। বিশেষ অতিথি ছিলেন এটিএন বাংলার সম্প্রচার ও অনুষ্ঠান উপদেষ্টা তাশিক আহমেদ। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন আবুল হোসেন মজুমদার।
সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় নাজনীন হাসান খান, ‘আজকের এই সম্মাননা আমার জন্য খুবই অনুপ্রেরণা। আমার কর্মক্ষেত্রের গতিশীলতাকে আরও বৃদ্ধি করবে। উপস্থিত সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই সম্মাননা ও ভালোবাসা প্রদানের জন্য। আর এই কর্মযজ্ঞে আমার নির্মাণশৈলী থাকবে শুধুই দর্শকের কথা চিন্তা করে...