বামা’র উদ্যোগে নিরাপদ ও মানসম্পন্ন খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা
দেশে প্রায় পাচঁ হাজার কোটি টাকার পেস্টিসাইড বা বালাইনাশকের বাজার যার পুরোটাই প্রায় আমদানী নির্ভর। নিরাপদ ও মানসম্পন্ন খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালায় এমটাই জানান বক্তরা।
কুমিল্লায় সম্প্রতি বাংলাদেশ এগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচারাস এসোসিয়েশনের (বামা) আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষিসম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. আখতারুজ্জামান, প্রবন্ধ উপস্থাপন করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবু নোমান ফারুক আহম্মেদ।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ এগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচারাস এসোসিয়েশনের প্রেসিডেন্ট কেএসএম মোস্তাফিজুর রহমান বলেন, কৃষকরা কম মুল্যে সর্বচ্চ মান সম্পুর্ন্য পেস্টিসাইড পাবে যদি আমরা এর উৎপাদন দেশেই করতে পারি।
তিনি বলেন ‘মেইড ইন বাংলাদেশ’ স্লোগানে দেশেই বালাইনাশক উৎপাদন শুরু হয়েছে, অচিরেই আমরা বালাইনাাশনক উপৎপাদনে স্বয়ংসম্পূর্ন হবো এবং রপ্তানিও করতে পারবো।...