বিআইএসি এর ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেমিনার
গত ২৬ মে ২০২৪ বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার (বিআইএসি) তার ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 'বিনিয়োগ বিরোধ নিষ্পত্তি: সফলতার জন্য প্রয়োজন একটি শক্তিশালী ADR কাঠামো" শীর্ষক সেমিনার অনুষ্ঠানের আয়োজন করে। সেমিনারটি ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মুয়ীদ চৌধুরী এবং সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি খিজির আহমেদ চৌধুরী। তারা তাদের বক্তব্যে বিনিয়োগ বিরোধ নিয়ে গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার পাশাপাশি ADR পদ্ধতি প্রচারে সরকার ও বিচার বিভাগের ভূমিকা তুলে ধরে বলেন যে, এর মাধ্যমে দেশের পরিবেশ আরও ব্যবসাবান্ধব ও অর্থনীতির উন্নতিতে সহায়ক হবে। তাছাড়াও বিনিয়োগ বিরোধ নিষ্পত্তি সহজভাবে সমাধানের জন্য একটি শক্তিশালী ADR কাঠামো গড়ে তোলার ব্যাপারে সরকারের প্রতিশ্রুতির কথাও তুলে ধরেন।
...